চলে গেলেন বুয়েট উপাচার্য খালেদা একরাম

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) প্রথম নারী উপাচার্য অধ্যাপক খালেদা একরাম মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।

ব্যাংককের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ৩টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সাঈদা মুনা তাসনীম গণমাধ্যমকে বলেছেন, ‘নন হজকিন্স লিম্ফোমাসহ বেশ কিছু শারীরিক সমস্যায় ভুগছিলেন অধ্যাপক খালেদা একরাম। গত দশ দিন ধরে তিনি ব্যাংকক জেনারেল হাসপাতালে ভর্তি ছিলেন।’

গত ১৩ মে রাতে চিকিৎসার জন্য খালেদা একরামকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ব্যাংককে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৭ মে থেকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

খালেদা একরামের জন্ম ১৯৫০ সালের ৬ আগস্ট। তিনি বুয়েটের প্রথম নারী উপাচার্য ছিলেন। ২০১৪ সালের সেপ্টেম্বরে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ পান তিনি।

খালেদা একরাম বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের অধ্যাপক ছিলেন। ৪০ বছরের বেশি সময় ধরে শিক্ষকতা করেছেন তিনি।



মন্তব্য চালু নেই