চরঘাটে প্রাচীন ধাতব মুদ্রা উদ্ধার

রাজশাহী: রাজশাহীর চরঘাট তিলীবাড়ী এলাকা থেকে ৩ হাজার ৬৭টি ধাতব মুদ্রা এবং আটটি কাগজের নোট উদ্ধার করেছে র‌্যাব।

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে তিলীবাড়ী এলাকায় র‌্যাব-৫ রাজশাহীর রেলওয়ে কলোনি ক্যাম্পের একটি দল অভিযান চালায় এ সময় পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করে।

এর মধ্যে ১৯০৩ থেকে ১৯১০ পর্যন্ত ৮৭৫টি, ১৮৯৬ থেকে ১৯১৯ পর্যন্ত ৬৫৮টি, ১৮৩৫ থেকে ১৮৫৮ পর্যন্ত ৩৮টি, ১৮৬২ থেকে ১৯২০ পর্যন্ত ১ হাজার ২টি, ১৯৫৩ থেকে ১৯৬৬ পর্যন্ত ৮৬টি, অস্পষ্ট ধাতব মুদ্রা ৪০৮টি, বাংলাদেশি পুরাতন অচল এক টাকার কাগজের নোট ৭টি এবং পাকিস্তানি পুরাতন অচল পাঁচ টাকার কাগজের নোট একটি।

র‌্যাব-৫ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, পাচারের উদ্দেশ্যে প্রাচীন এ মুদ্রাগুলো নেয়া হয়েছে এমন গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই অভিযান চালায়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে জানায় র‌্যাব।



মন্তব্য চালু নেই