চম্পা ধর্ষণ-হত্যা মামলায় চারজনের ফাঁসি
ফরিদপুরে জাকিয়া আক্তার চম্পা ধর্ষণ ও হত্যা মামলায় চার আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুর ১২টায় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪-এর বিচারক আবদুর রহমান সরদার এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলো শামিম মণ্ডল, বাবু হোসেন, আকাশ ও জাহিদ।
মামলার সংক্ষিপ্ত বিবরণ থেকে জানা যায়, ২০১২ সালের ১৩ ডিসেম্বর এই চার আসামি চম্পার গায়েহলুদ অনুষ্ঠানের দিন ডেকে নিয়ে পার্শ্ববর্তী মেহগনি বাগানে পালাক্রমে ধর্ষণ করে। পরে চম্পা এই ঘটনা সকলকে বলে দেবে বললে তাকে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। পরে চম্পার ভাই হাসিবুল ইসলাম পরের দিন ১৪ ডিসেম্বর থানায় মামলা করে।
মন্তব্য চালু নেই