কিশোরগঞ্জের কিছু খবর :

চন্দনের হাটে উৎসর্গ সামাজিক সংগঠনের আয়োজনে কৃর্তি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার সীমান্তবর্তী বেতগাড়ী ইউনিয়নের চন্দনের হাটে গতকাল সামাজিক সংগঠন উৎসর্গের আয়োজনে জে.এস.সি , পি.এস.সি কৃর্তি ছাত্র ছাত্রীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে ৭টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৮জন কৃর্তি ছাত্র ছাত্রীদের মাঝে পুরুস্কার প্রদান করেন। অত্র এলাকার সমাজ সেবক ডাঃ দেব-দুলাল রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেতগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান বাবু নির্মলেন্দু গোস্বামী।

অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন উৎসর্গ সামাজিক সংগঠনের সাধারন সম্পাদক প্রর্থনা রানী রায়, বিশিষ্ট সমাজ সেবক মোঃ ছকির উদ্দিন, ডাঃ বিপুল চন্দ্র গোস্বামী, আলদাদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল চন্দ্র সরকার,সহকারী শিক্ষক কালি রঞ্জন রায়,গোপাল রায়, অমূল্য রায়।

এছাড়া অত্র সংগঠনের সদস্য জ্যোতি কৃঞ্চ রায়, প্রভাষক নিরঞ্জন রায় নিমু, রায় চন্দ্র কর্মকার ও দীপক রায় প্রমূখ। অনুষ্ঠান শেষে কৃর্তি ছাত্র ছাত্রীদের হাতে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা পুরুস্কার তুলে দেন। উক্ত দিনে সামাজিক সংগঠন উৎসর্গের আত্মপ্রকাশ ঘটে।

 

নীফামারীতে ভিজিডি কার্ড প্রণয়নে অনিয়মের পায়ঁতারা

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়নে হতদরিদ্রদের কোন যাচাই-বাচাই ছাড়াই উৎকোচের বিনিময়ে ভিজিডি কার্ডের তালিকা তৈরীর পায়ঁতারা চলছে।

গাড়াগ্রাম ইউনিয়নে নতুন ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নে এ পর্যন্ত কোন যাচাই-বাচাই করা হয়নি। ওয়ার্ড পর্যায়ের সংশ্লিষ্ট কমিটির সুপারিশক্রমে কিছু শর্ত অনুযায়ী হতদরিদ্রদের ভিজিডি কর্মসুচির আওতায় নেয়ার কথা ইউনিয়ন কমিটির। এদিকে দীর্ঘদিন অতিবাহিত হলেও ইউনিয়ন কমিটির সভা আহবান না করায় ইউপি সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছে।

এ ব্যাপারে ইউপি সদস্য মিঠু জানান, কোন প্রকার নিয়ম-কানুন ছাড়াই ভিজিডি কার্ডের তালিকা প্রণয়নের পায়ঁতারা চলছে। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগের গাড়াগ্রাম ইউনয়নের সভাপতি আব্দুর রশিদ লিখিত অভিযোগে বলেন, অনেক ইউপি সদস্য স্বচ্ছল ব্যক্তিদের কাছ থেকে চার থেকে পাচঁ হাজার টাকা উৎকোচ নিয়ে অনেককে এ কর্মসুচির অন্তর্ভুক্ত করছে। ৯ নং ওর্য়াডের পশ্চিম দলিরাম গ্রামের মৃত ময়নুলের স্ত্রী মোঃ দয়ালীর কাছ থেকে ৩ হাজার ৫শ’ টাকা ও ৪ নং ওয়ার্ডের পশ্চিম দলিরাম গ্রামের চান মিয়ার স্ত্রী নালো বেগম’র কাছ থেকে ৩ হাজার টাকা সংশ্লিষ্ট মহিলা সদস্য শিউলি বেগম জোড়পুর্বক উৎকোচ গ্রহন করেন।

গত ২৯ জানুয়ারী’২০১৫ তারিখে এই দু’জন হতদরিদ্র মহিলা কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিদ্দিকুর রহমানের কাছে লিখিত অভিযোগ করেন। তবে অভিযুক্ত মহিলা সদস্য তার বিরুদ্ধে অভিযোগটি প্রত্যাখ্যান করে বলেন, “আমার বিরুদ্ধে এটি সম্পুর্ণ ষড়যন্ত্র।” এ ব্যাপারে উপজেলা নিবার্হী অফিসার অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, “তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।”

 

কিশোরগঞ্জে  গ্রাহকের হাতে পল্লী বিদ্যুতের এজিএম লাঞ্চিত
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার চাঁদখানা ইউনিয়নের দক্ষিন চাঁদখানা মাঝাপাড়ায় গত মঙ্গলবার সকালে গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে লাঞ্চিত হয়েছে নীলফামারী পল্লী বিদ্যুত সমিতির এজিএম আবুল মুহিত চৌধুরী। এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।
এজিএম জানান,দক্ষিন চাঁদখানা মাঝাপাড়া গ্রামের ওমর উদ্দিনের ছেলে গোলাম মোস্তফা(৪৫) ও সহদর ভাই কুদরত উল্লাহর (৪০)এর ২১মাসের বিল ১৫হাজার ২৬০টাকা বকেয়া থাকায় আবাসিক প্রকৌশলী জাকারিয়াসহ আরো চার পাঁচজন ওই দুই গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে তারা আমাকে (এজিএম) সহ আমার সঙ্গীয় অফিসারদের শার্টের কলার ধরে চর থাপ্পর মারে এবং সাথে থাকা একটি স্যামসাং মোবাইল ফোন কেড়ে নেয়। পরে পুলিশে খবর দিলে দুই ভাইকে আটক করে থানায় নিয়ে।

এ ব্যাপারে থানা (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোস্তাফিজার রহমানের সাথে কথা হলে তিনি দুইজনকে আটকের বিষয় স্বীকার করেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি।



মন্তব্য চালু নেই