ঘোষণা দিয়ে পিছু হটলো বিএনএফ

রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ের সামনে রবিবার অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ)।

তবে টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েও সোয়া এক ঘণ্টার মধ্যেই চলে যান বিএনএফ প্রেসিডেন্ট সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদ।

২০ দলীয় জোটের হরতাল-অবরোধ বন্ধের দাবিতে দলের প্রেসিডেন্ট ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য এসএম আবুল কালাম আজাদের নেতৃত্বে রবিবার সকাল ১১টা ২৫ মিনিটে নেতাকর্মীরা কার্যালয়ের মূল ফটকের সামনে এসে অবস্থান নেন।

এ সময় আবুদল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, ‘হরতাল-অবরোধ কর্মসূচি থাকার কারণে নাশকতাকারীদের চিহ্নিত করা যাচ্ছে না।’

জনগণের স্বার্থে এ কর্মসূচি প্রত্যাহার করার আহ্বান জানান তিনি।

কতক্ষণ খালেদা জিয়ার কার‌্যালয়ের সমানে অবস্থান করবেন এমন প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়া টানা অবরোধ কর্মসূচি দিয়েছেন, এ কর্মসূচি প্রত্যাহার না করলে আমরাও এখানে টানা অবস্থান কর্মসূচি পালন করব।’

কর্মসূচিতে দলের নেতাকর্মী ছাড়াও গুলশান মডেল স্কুলের শিক্ষার্থীরাও অংশ নেয়।

স্কুল শিক্ষার্থীদের দলীয় কর্মসূচি নিয়ে আসার প্রসঙ্গে তিনি বলেন, ‘স্কুল, কালেজ শিক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি নিয়ে এসেছে।’

এ ছাড়া ছাত্ররা কী রাজনীতি করে না প্রশ্ন রাখেন তিনি।

টানা অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়ে পরে বেলা ১২টা ৪০মিনিটে এসএম আবুল কালাম আজাদ তার দলের নেতাকর্মীদের নিয়ে চলে যান। এর আগে স্কুল শিক্ষর্থীরা কিছুক্ষণ অবস্থান করলে তাদের পাঠিয়ে দেওয়া হয়।



মন্তব্য চালু নেই