২০ ফেব্রুয়ারি সারাদেশে ১৪ দলের গণমিছিল

‘দানবের জায়গা সংলাপের টেবিলে নয়’

১৪ দলের মুখপাত্র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম বিএনপি জোটের সঙ্গে সংলাপের কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘যারা সংলাপের কথা বলেন, তার তো কেউ বার্ন ইউনিটে যাননি। মানুষ পোড়ানোর রাজনীতি বিএনপির বৈশিষ্ট্য। তাই এদের সঙ্গে কোনো সংলাপের সম্ভাবনা নেই।’ তিনি আরো বলেন, ‘দানবের জায়গা সংলাপের টেবিলে নয়। আদালতের বারান্দা ও কারাগার।’

আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে রবিবার দুপুরে ১৪ দলের জরুরি সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন নাসিম।

২০ দলের হরতাল প্রসঙ্গে তিনি বলেছেন, ‘কোথায় অবরোধ, কোথায় হরতাল। জনগণ এখন এ সবকে তামাশা মনে করছে।’

তিনি বলেন, ‘আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। দানবের শক্তিতে বিশ্বাস করি না। সারাদেশে ব্যবসায়ীরা দোকান খুলছে, চালকরা ট্রাক চালাচ্ছে, সব চলছে। সবকিছু স্বাভাবিক রয়েছে। হরতাল তো এখন তামাশায় পরিণত হয়েছে।’

তিনি বলেন, ‘হরতালের সঙ্গে এখন জনগণের কোনো সম্পর্ক নেই। এখন যে লড়াই চলছে চূড়ান্ত পর্যায়ে এ লড়াইয়ে জনগণেরই জয় হবে।’

এরপর নাসিম ১৪ দলের কর্মসূচি ঘোষণা করেন। ১৪ দলের কর্মসূচির মধ্যে রয়েছে ২০ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপি জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে বিকেল চারটায় বঙ্গবন্ধু এভিনিউ থেকে ১৪ দলের গণমিছিল শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে।

এ ছাড়া ১৭ ও ১৮ ফেব্রুয়ারি ১৪ দল বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় সভা করবে। ২৩ ফেব্রুয়ারি রাজশাহীর কাটাখালিতে সমাবেশ অনুষ্ঠিত হবে।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘মানবের সঙ্গে দানবের কোনো সংলাপ হয় না। যারা সংলাপের কথা বলে মানব ও দানবকে এক টেবিলে আনতে চান, তারা আসলে দানবের অপরাধগুলো মুছে ফেলতে চান।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, জাসদের সাধারণ সম্পাদক শরীফ নূরুল আম্বিয়া, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন প্রমুখ।



মন্তব্য চালু নেই