ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেফতার কর্মকর্তা, কী ফাঁদ পেতেছিল গোয়েন্দারা?
ঘুষের টাকা নিতে গিয়ে সিবিআই-এর হাতে ধরা পড়লেন ভারতের নদিয়ার জেলা টেলিকম ডিরেক্টর এক্স অ্যান্টনি রাজ। বৃহস্পতিবার সকালে নদিয়ার কৃষ্ণনগরে বিএসএনএল-এর দফতর নক্ষত্র ভবনে ঘুষ নেওয়ার সময়ে হাতেনাতে তাকে ধরে সিবিআই।
সূত্রের খবর, টেলিকম দফতরের ঠিকাদারদের কাছ থেকে বিভিন্ন কাজের বিল করে দেওয়ার জন্য মোটা অঙ্কের টাকা দাবি করতেন ডিস্ট্রিক্ট টেলিকম ডিরেক্টর এক্স অ্যান্টনি রাজ। কয়েকদিন আগে এক ঠিকাদার শিবু হালদারের কাছে অভিযুক্ত সরকারি কর্তা ২০ হাজার টাকা ঘুষ চান বলে অভিযোগ।
ওই ঠিকাদারই সিবিআই-এর সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে অভিযোগ জানান। সেই অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার কৃষ্ণনগরের বিএসএনএল দফতর নক্ষত্র ভবনে হানা দেয় সিবিআই। অভিযোগকারী শিবু হালদার যখন ঘুষের প্রথম কিস্তির ১০ হাজার টাকা ওই সরকারি কর্তাকে দিচ্ছিলেন, তখনই তাঁকে হাতেনাতে ধরে ফেলেন সিবিআই আধিকারিকরা।
এর পরে এক্স অ্যান্টনি রাজকে নিয়ে তাঁর আবাসনে তল্লাশি চালিয়ে নগদ ১ লক্ষ ২৬ হাজার টাকাও উদ্ধার করে সিবিআই। কৃষ্ণনগরের বিএসএনএল দফতরে অভিযুক্ত টেলিকম কর্তাকে দীর্ঘক্ষণ জেরা করেন সিবিআই আধিকারিকরা।
মন্তব্য চালু নেই