গ্যাসের আগুনে স্ত্রী-সন্তানসহ পুলিশ সদস্য দগ্ধ
খুলনার খালিশপুর এলাকায় সিলিন্ডারের গ্যাসের আগুনে স্ত্রী ও দুই সন্তানসহ এক পুলিশ সদস্য দগ্ধ হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধ পুলিশ সদস্যের নাম আতিয়ার রহমান। তিনি খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানায় গাড়িচালক হিসেবে কর্মরত আছেন। তার পরিবারের সদস্যদের নামপরিচয় জানা যায়নি।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন জানান, সকালে সিলিন্ডারের গ্যাস দিয়ে কনস্টেবলের স্ত্রী রান্না করছিলেন। এ সময় সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে আগুন ধরে যায়। এতে পরিবারের চার সদস্য দগ্ধ হয়। দগ্ধদের মধ্যে তাদের ছেলে-মেয়েও আছেন।
তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মন্তব্য চালু নেই