গুলশানে নিহত জঙ্গিদের ডিএনএ নমুনা এফবিআইকে হস্তান্তর

রাজধানীর গুলশানের হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলার পর সেনা কমান্ডো অভিযানে নিহত ছয় জঙ্গির ডিএনএ নমুনা পরীক্ষা-নিরীক্ষার জন্য যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার সকালে মামলার তদন্ত সংস্থা কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল (সিটি) ইউনিট বাংলাদেশে অবস্থানরত এফবিআইয়ের প্রতিনিধির কাছে এসব নমুনা হস্তান্তর করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপ) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

হস্তান্তর করা ডিএনএ নমুনার মধ্যে রয়েছে- জঙ্গিদের চুল ও হার্টের বাম পাশ থেকে নেয়া ১০ মি.লি. রক্ত।

ডিএনএ পরীক্ষার পর এফবিআইয়ের দেয়া ফলাফল তদন্তে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে মনে করছে পুলিশ।

উল্লেখ্য, গেল ১ জুলাই রাতে হলি আর্টিসান রেস্তোরাঁয় হামলা চালিয়ে দেশি-বিদেশি বেশ কজন নাগরিককে জিম্মি করে জঙ্গিরা। পরদিন সেনাবাহিনীর কম্যান্ডো অভিযানে জিম্মিদশার অবসান হয় ও ছয় জঙ্গি নিহত হয়। তবে তার আগেই জঙ্গিরা দেশি-বিদেশি ২০ জনকে হত্যা করে।



মন্তব্য চালু নেই