গুম-হত্যায় উদ্বিগ্ন নাগরিক সমাজ

সম্প্রতি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজনকে দিবালোকে অপহরণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।
শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, ‘অতীতে বিভিন্ন অপহরণের ঘটনা তদন্ত, অপহৃত ব্যক্তিদের উদ্ধার ও অপহরণকারীদের গ্রেপ্তারে সরকারের আইন শৃঙ্খলা বাহিনীর সীমাহীন ব্যর্থতা বর্তমান সংকটজনক পরিস্থিতির জন্ম দিয়েছে। এতে লুটেরা, দুর্বৃত্ত, অপরাধী চক্র এবং রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠী তাদের অশুভ পরিকল্পনা বাস্তবায়নের সুযোগ লাভ করছে।’
তারা বলেন, ‘মানবতাবিরোধী অপরাধের বিচারের চূড়ান্ত রায় ঘোষণার প্রাক্কালে আইন-শৃঙ্খলা পরিস্থিতির এমনি গুরুতর অবনতি কোনোভাবে কাম্য হতে পারে না।’
অপরাধী চক্র যেন রাজনীতি ও প্রশাসনকে ব্যবহার করতে না পারে তাই সরকার ও বিরোধী দলকে পারস্পরিক দোষারোপের দুষ্টচক্র থেকে বের হয়ে অপরাধ দমন ও অপরাধী চক্রকে গ্রেপ্তার ও শাস্তিদানে ঐকমত্য হওয়ার আহ্বান জানান এ বিশিষ্টজনরা।
সরকারের উদ্দেশে তারা বলেন ‘অপহরণ ও গুমের ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দোষীদের গ্রেপ্তার ও অপরাধী চক্রের স্বরূপ উন্মোচন আজ সময়ের দাবি।’
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন- অধ্যাপক সালাহউদ্দীন আহমেদ,অধ্যাপক জিল্লুর রহমান সিদ্দিকী, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক অজয় রায়, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, ডা. সারওয়ার আলী, রামেন্দু মজুমদার, ড. আতিউর রহমান, নাসির উদ্দীন ইউসুফসহ অনেকে।



মন্তব্য চালু নেই