গাড়ি বন্ধ রাখলে রুট পারমিট বাতিল : বিআরটিএ চেয়ারম্যান
রাজধানীতে অভিযান চলাকালে কোনো পরিবহন মালিক বাস চালানো বন্ধ রাখলে রুট পারমিট বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মশিয়ার রহমান।
সোমবার দুপুরে রাজধানীর রমনা এলাকায় সিটিং সার্ভিস ও যানবাহনের বাম্পারবিরোধী অভিযানের সময় এ হুঁশিয়ারি দেন তিনি।
বিআরটিএ চেয়ারম্যান বলেন, অভিযান চলছে। যারা আইন মেনে রাস্তায় বাস নামাবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
মন্তব্য চালু নেই