গাড়িবহর নিয়ে ভোট কেন্দ্রে

বিশাল গাড়িবহর নিয়ে শোডাউন করে মুন্সিগঞ্জের ১১ নম্বর ওয়ার্ড ভোট কেন্দ্রে আসেন মুন্সিগঞ্জের পঞ্চসার ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান হাজী গোলাম মোস্তফা। বুধবার সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হওয়ার পর দুপুরে গাড়িবহর নিয়ে আব্দুল্লাপুর বহুমুখি উচ্চ বিদ্যালয়ের ভোট কেন্দ্রে এসে ভোট দেন তিনি। এ সময় কেন্দ্রের বাইরে ১৫-২০টি মোটরসাইকেল ও চারটি প্রাইভেটকার ছিল।

নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না—জানতে চাইলে চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, ‘আমি গাড়িতে স্ত্রীকে সঙ্গে করে ভোট দিতে এসেছি। আমার সঙ্গে নেতাকর্মীরা এসেছেন, তবে বিশাল কোনো বহর নেই।’

এ সময় গাড়িবহরের ছবি দেখালে তিনি আর কোনো কথা বলতে রাজি হননি। কিছুক্ষণ পর ভোট প্রদান করে তিনি কেন্দ্র থেকে বের হয়ে মাঠে অবস্থান করেন।

শোডাউন নিয়ে ভোট দিতে আসা প্রসঙ্গে জানতে চাইলে এ কেন্দ্রের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম শাহীন জানান, ‘শোডাউন করে আসা অবশ্যই আচরণবিধি লঙ্ঘন। আমি বেশ কয়েকটি মোটরসাইকেল কেন্দ্রের আশপাশে দেখেছি কিন্তু প্রাইভেটকারের বিষয়টি আমার জানা নেই।’

আচরণবিধি যদি লঙ্ঘন করে থাকে তাহলে কেন তার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছেন না জিজ্ঞেস করলে তিনি বলেন, ‘আমরা তাকে এখানে পাইনি। পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’

মুন্সিগঞ্জ জেলায় মোট ভোটার ৯২৫ জন। সদস্য প্রার্থী আছেন ৪৫ জন। ১৫ ওয়ার্ডের মধ্যে তিনটিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ১২টিতে ভোট গ্রহণ হয়। এর মধ্যে আব্দুল্লাহপুর উচ্চ বিদ্যালয়ের কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ৬৫টি। মোট প্রার্থী ৪ জন। সংরক্ষিত নারী আসনে রয়েছেন চারজন প্রার্থী।



মন্তব্য চালু নেই