গাবতলীর সংঘর্ষে শ্রমিক গুলিবিদ্ধ

রাজধানীর গাবতলীতে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষের ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ শ্রমিকের নাম রবিউল ইসলাম (৪০)।

রাত পৌনে ১১টায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিউল গাবতলীর গরুর হাটের পাশে ট্রাকে বালু তোলার কাজ করে। সে সংঘর্ষের সময় ফুটপাথে দাঁড়িয়ে ছিল বলে দাবি করছিল।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বলেন, রবিউলের হাতে ও পায়ে শর্টগানের ছররা গুলি লেগেছে। তিনি বর্তমানে জরুরি বিভাগে ভর্তি আছেন।

এর আগে মঙ্গলবার সন্ধ্যা থেকে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় শ্রমিকরা পুলিশের র‍্যাকার ভ্যান ও গাবতলী টার্মিনালের পুলিশ বক্সে আগুন দেয়।

উল্লেখ্য, সম্প্রতি সড়ক দুর্ঘটনার দুই মামলায় দুই ড্রাইভারকে যাবজ্জীবন ও ফাঁসির আদেশ দেন আদালত। এর জেরে মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের বেশ কয়েকটি বিভাগের অঘোষিত কর্মবিরতিতে গিয়েছে ড্রাইভাররা। রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছে তারা।



মন্তব্য চালু নেই