গাজীপুরে ১৯টি গরুসহ ট্রাক ছিনতাই

গাজীপুরের সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকা থেকে ১৯টি গরুসহ গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোররাতে এ ঘটনা ঘটে। গরু ব্যবসায়ীদের বরাত দিয়ে জয়দেবপুর থানার ডিউটি অফিসার সৈয়দ আবুল হাসেম জানান, রাজশাহী থেকে ১৯টি গরুবাহী ট্রাকটি নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিল।

পথে ভোর ৫টার দিকে সিটি করপোরেশনের মীরেরবাজার এলাকায় পৌঁছলে একটি পিকআপ এসে ট্রাকটির গতিরোধ করে। এসময় পিকআপ থেকে ১০-১২ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রের মুখে চালক, হেলপার, ব্যবসায়ীদের জিম্মি করে হাত-মুখ বেঁধে ফেলে গরুবাহী ট্রাকটি নিয়ে পালিয়ে যায়। এবং চালক, হেলপার, ব্যবসায়ীদের মাস্টারবাড়ি এলাকার ফেলে যায়। গরু ও ট্রাক উদ্ধারে অভিযান চলছে।

জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই সৈয়দ আজহারুল ইসলাম জানান, দুর্বৃত্তরা তাদের সিটি করপোরেশনের মাস্টারবাড়ি এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ফেলে গিয়েছিল। সকাল ৭টার দিকে তারা হোতাপাড়া ফাঁড়িতে আসে। পরে তাদের জয়দেবপুর থানায় পাঠানো হয়েছে।



মন্তব্য চালু নেই