ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) লেক থেকে এক নাইজেরীয় শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। টঙ্গী থানার ওসি কাজী ইসমাইল হোসেন জানান, শনিবার রাত পৌনে ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত তাহির মান্নির আদামু (২৫) বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্সের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। তিনি সাউথ হলে থাকতেন। ওই হলের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মো. শামসুজ্জামান চৌধুরী বলেন, “তাহির রাত ১০টা ১০ মিনিটের দিকে লেকের ওয়ালে বসে কলা খাচ্ছিলেন এবং মোবাইলে গান শুনছিলেন। এ সময় তিনি একাই ছিলেন। “বিশ্ববিদ্যালয়ের মসজিদের খাদেম মাসুদ মিয়া ক্যাফেটেরিয়া থেকে রাতের খাবার খেয়ে বের হয়ে যাওয়ার সময় লেকে তাহিরের পড়ে যাওয়ার শব্দ পান। সাঁতার না জানায় মুহূর্তে তলিয়ে যান তিনি। মাসুদ লোকজনদের ডাকাডাকি করলে খোঁজখুঁজির পর অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়।” মাঝে মাঝেই তাহির সেখানে বসে থাকতেন বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা ইসমাইল বলেন, তাহিরকে অচেতন অবস্থায় লেক থেকে উদ্ধারের পর দ্রুত টঙ্গী সরকারি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক রাশেদুজ্জামান জানান। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমতিয়াজ হোসেন বলেন, “ওই ছাত্র কিভাবে সেখানে গেছেন বা মারা গেলেন তা আমাদের জানা নেই। ঘটনা তদন্তে আমরা কাজ করছি।” মো. শামসুজ্জামান চৌধুরী আরো জানান, লাশ ঢাকার শমরিতা হাসপাতালে রয়েছে। গাজীপুর সদর হাসপাতালে এনে ময়নাতদন্ত করা হবে।
মন্তব্য চালু নেই