গাজীপুরে দুর্ঘটনায় পিকআপ, নিহত ৪

গাজীপুরের কালীগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা লেগে একটি পিকআপ ভ্যানের চালকসহ চারজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন।

রোববার সকালে উ‍লুখোলা সেতুর পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে বলে কালীগঞ্জ থানার এসআই গোলাম মওলা জানান।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেন- নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বাতসাতরা গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে রেণু মিয়া (২৭), একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ফরিদ মিয়া (৩০) ও মনর আলীর ছেলে মো. ফরিদ (৩৫)।

নিহত আরেকজন পিকআপ ভ্যানের চালক বলে পুলিশ জানালেও তার পরিচয় নিশ্চিত করতে পারেনি।

আহতদের মধ্যে আটজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে ছয়জনের পরিচয় পাওয়া গেছে।

এরা হলেন- বাতসাতরা গ্রামের মোন্তাজ উদ্দিনের ছেলে মো. আলম (১৯), আলী হোসেনের ছেলে আনোয়ার হোসেন (২০), মোসলেম উদ্দিনের ছেলে কামাল উদ্দিন (২৫), সুরুজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (১৮), আব্দুল মজিদের ছেলে আব্দুর রশিদ (৪০) ও শান্ত মিয়া (৪৫)।

বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. তারিক হাসান জানান।

এসআই মওলা বলেন, মুন্সীগঞ্জে কাজ শেষে একটি পিকআপ ভ্যানে করে ১৮ জন দিনমজুর নেত্রকোণায় ফিরছিলেন। পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা দিলে পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে যাত্রীরা সবাই আহত হন।

“স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।”

এসআই বলেন, সকালের ঘন কুয়াশার মধ্যে ঘুম চোখে গাড়ি চালানোর কারণে চালক নিয়ন্ত্রণ হারান বলে ধারণা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই