গাইবান্ধায় যমুনা নদীর ভাঙ্গনে গৃহহীন ৫ শতাধিক পরিবার

গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় গত ২ দিন যাবত যমুনা নদীর পানি কমতে শুরু করেছে । পানি কমতে থাকার ফলে নদীর প্রবল স্রোতে উপজেলার সাঘাটা ইউনিয়নের গোবিন্দি থেকে হাসিলকান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এলাকাজুড়ে নদী ভাঙ্গন শুরু হয়েছে।

যমুনা ভয়াবহ ভাঙ্গনে নদী এলাকার লোকজনের মনে আতংকিত সৃষ্টি হয়েছে ।গত ১ সপ্তাহে যমুনা নদীর অব্যহত ভাঙ্গনে উপজেলার গোবিন্দি, উত্তর সাথালিয়া, বাশহাটা, হাসিলকান্দি, দক্ষিণ সাথালিয়া গ্রামের প্রায় ৫ শতাধিক পরিবারের ঘরবাড়িশহ ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে। এছাড়াও ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়নের চিনিরপটল, গোবিন্দপুর, হলদিয়া বাজার এলাকায় ব্যাপক নদী ভাঙ্গন শুরু হয়েছে।

সাঘাটা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট জানান, নদী ভাঙ্গনের শিকার হয়ে শত শত পরিবার এখন সর্বশান্ত হয়েছে ।
গাইবান্ধার পাউবোর উপসহকারী প্রকৌশলী চন্দ্রশেখর বলেন, নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা নেওয়া হয়নি। তবে ভাঙ্গন কবলিত এলাকায় আপদকালীন জিও ব্যাগ দিয়ে ভাঙ্গন ঠেকানোর ব্যবস্থা করা হচ্ছে।



মন্তব্য চালু নেই