গাইবান্ধার সুন্দরগঞ্জে অপসাংবাদিকের দৌরাত্ম বৃদ্ধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে অপসাংবাদিকের দৌরাত্ম বৃদ্ধি পাওয়ায় মর্যাদা হারাচ্ছেন প্রকৃত সাংবাদিকগণ।

তথ্যানুসন্ধানে জানা যায়, উপজেলায় সম্প্রতি আশঙ্কাতীত হারে অপসাংবাদিকের দৌরাত্ম বেড়ে গেছে। সাংবাদিকতার নামে জুয়া, হাউজি, অশ্লীলতা ও মাদক স্পর্টে জড়িত থেকে বখ্রা আদায় করছে এসব অপসাংবাদিকরা।

এমনকি সাংবাদিকতার অন্তরালে সহিংস রাজনৈতিক দলের সোর্স হিসেবে কাজ করারও অভিযোগ উঠেছে। মামুনুর রশিদ নামের এক অপসাংবাদিকে উপজেলার বিভিন্ন স্থানে ধরে মারপিট সহ শরীরে পরিধান কৃত পোষাক খুলে নিয়েছে জনগন। তবুও সে থেকে নেই,সে পরিচয় দিয়ে চলছে যে আমি কয়েকটি জাতীয় পত্রিকা,পোর্টাল ও স্যাটেলাইট টিভির রংপুর বুরো চিফ। তার এসব পত্রিকায় কর্মরত থাকার কোন পরিচয় পত্র না পাওয়ার সুন্দরগঞ্জ উপজেলা রিপোর্টার ক্লাবের সকল সদস্য পদ বাতিল করা হয়েছে বলে জানা গেছে।



মন্তব্য চালু নেই