নিজ বাসায় গাইবান্ধার এমপি লিটন গুলিবিদ্ধ
দুই মুখোশধারীর গুলিতে গুরুতর আহত হয়েছেন গাইবান্ধার সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালো মুখোশ পরিহিত দুই ব্যক্তি এমপি লিটনের বাসায় ঢুকে অতর্কিত গুলি ছোড়া শুরু করেন। এ সময় এমপি লিটনের পায়ে গুলি লাগে। গুলি ছোড়ার একপর্যায়ে মুখোশধারীরা পালিয়ে যান। এমপি লিটনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
গত বছরের ২ অক্টোবর এমপি লিটনের বন্দুক থেকে ছোড়া গুলিতে সুন্দরগঞ্জ উপজেলার গোপালচরণ গ্রামের শিশু শাহাদাত হোসেন সৌরভ গুলিবিদ্ধ হওয়ার অভিযোগ পাওয়া যায়।
পরদিন লিটনকে একমাত্র আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করেন সৌরভের বাবা সাজু মিয়া। ওই মামলায় গত বছরের ১৪ অক্টোবর রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরদিন গাইবান্ধার আদালতে হাজির করা হলে মুখ্য বিচারিক হাকিম তাকে কারাগারে পাঠান।
পরে গত ৮ নভেম্বর জামিনে মুক্তি পান এই সংসদ সদস্য। চলতি বছরের ১ এপ্রিল এ মামলায় লিটনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ।
মন্তব্য চালু নেই