গরুর মাংস খাওয়া নিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া ছবিটি মিথ্যা: সুরেন্দ্র

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা কে সুরেন্দ্র গরুর মাংস খাচ্ছেন দাবি করে একটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর ছবির ক্যাপশন মিথ্যা বলে দাবি করলেন তিনি। সুরেন্দ্রর দাবি, তিনি কখনোই গরুর মাংস খাননি এবং ওই ছবিতে যা দেখা যাচ্ছে তা পেঁয়াজের তরকারি।

গেল লোকসভা নির্বাচনের সময় তোলা ওই ছবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ে যার ক্যাপশনে লেখা ছিল, ‘কেরালার বিজেপি নেতা গরুর মাংস খাচ্ছেন।’ তবে ওই নেতা দাবি করেছেন নির্বাচনের সময় তিনি শুধুমাত্র নিরামিষ খান।

এরপর মঙ্গলবার রাতে ফেসবুকে সুরেন্দ্র একটি গরু ও একটি বাছুরের ছবি আপলোড করে লেখেন তিনি তার বাড়িতে এরকম ২০টি গরু পালন করেন এবং তিনি কখনোই গরুর মাংস খাননি।

তিনি আরো লেখেন, নরেন্দ্র মোদির শাসনের প্রথম বছরে ভারতে গরুর মাংস রপ্তানির হার ১৫.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে যে কথা প্রচলিত আছে তা সম্পূর্ণই গুজব। সুরেন্দ্রর দাবি, কংগ্রেস এবং কমিনিউস্টরা গরুর মাংস বিতর্ক তুলে তাদের সোলার কেলেঙ্কারিসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগকে ধামাচাপা দিতে চাইছেন।

সূত্র: আইবিটাইমস



মন্তব্য চালু নেই