গম পচা নয় : খাদ্যমন্ত্রীর চ্যালেঞ্জ

ব্রাজিল থেকে আমদানি করা গম নিয়ে প্রশ্ন উঠলেও খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম চ্যালেঞ্জ ছুড়ে বলেছেন, ‘এই গম পচা নয়, খাবার উপযোগী। যারা পচা বলছেন, তাদের প্রতি আমার চ্যালেঞ্জ রইল। চাইলে যে-কেউ বিএসটিআইসহ যেকোনো প্রতিষ্ঠানে পরীক্ষা করে প্রমাণ করতে পারেন।’

রোববার দুপুরে মন্ত্রী সচিবালয়ে নিজ দফতরে গম নিয়ে সাংবাদিকদের এমন চ্যালেঞ্জের কথা বলেন।

খাদ্যমন্ত্রী বলেন, ‘চার মাস আগে ব্রাজিলের গম আমরা যেভাবে নিয়েছি, এখনো সেভাবেই আছে। খাদ্য অধিদপ্তর ও সায়েন্স ল্যাবরেটরির (বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ) পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, এ গম সম্পূর্ণ খাবার উপযোগী।’

গম নিয়ে সমালোচনাকারীদের চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, ‘এর পরও যদি কারো সন্দেহ থাকে, আমি তাদের চ্যালেঞ্জ দিচ্ছি। তারা আমাদের যেকোনো গোডাউন থেকে গম নিয়ে যেকোনো জায়গায় পরীক্ষা করে দেখতে পারেন। প্রয়োজনে আমরা তাদের সহযোগিতা করব।’

মন্ত্রী বলেন, ‘খাদ্য নিয়ে মিথ্যাচার করে রাজনীতি চলছে। এটা ঠিক নয়।’ খাদ্য নিয়ে মিথ্যাচার ও রাজনীতি না করতেও অনুরোধ করেন তিনি।



মন্তব্য চালু নেই