গণপূর্ত ভবনের সামনে বাস উল্টে আহত ১০

রাজধানী রমনা এলাকায় গণপূর্ত ভবনের সামনে ‘৭ নম্বর’ সার্ভিসের একটি যাত্রীবাহী বাস রাস্তার আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গিয়ে ১০ যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে নাছিমা নামের অন্ত:সত্ত্বা এক নারীর অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। এ ছাড়া মনিরুল হক নামের এক যাত্রীর হাত ভেঙে গেছে। বাকিদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাসটি গাবতলী থেকে যাত্রাবাড়ী যাচ্ছিল।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুবকর সিদ্দিক এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।



মন্তব্য চালু নেই