গণতান্ত্রিক দেশ হিসেবে নির্বাচনে অংশগ্রহন করা উচিত : শিল্পমন্ত্রী

শিল্পমন্ত্রী আলহাজ্ব আমির হোসেন আমু বলেছেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আসন্ন ঢাকা ও চট্টগাম সিটি করপোরেশনের নির্বাচনে সবদলের অংশগ্রহণ করা উচিত। বিশেষ করে বিএনপিকে এ নির্বাচনে অংশগ্রহন করার আহবান জানিয়ে মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচনে আসলে আমারা তাদের স্বাগত জানাবো।

শনিবার বেলা এগারোটায় বরিশাল সরকারী বিএম কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি দেশের অপশক্তিকে প্রতিহত করার আহবান জানিয়ে আরো বলেন, পাকিস্তানের সহযোগীতা নিয়ে বাংলাদেশে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছেন বেগম খালেদা জিয়ার সন্ত্রাসী বাহিনী। খালেদা জিয়ার নির্দেশে তার সন্ত্রাসী বাহিনী আন্দোলনের নামে ঘুমন্ত ব্যক্তিদের পেট্রোল বোমা মেরে হত্যা করছে। এ দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার লক্ষ্যে পরীক্ষা চলাকালীন সময় ধ্বংষাক্তক কর্মকান্ড চালাচ্ছে। দেশে অস্থিরতা সৃষ্টির লক্ষ্যে স্বাধীনতা বিরোধীরা তথা কথিত অবরোধ-হারতাল ঘোষণা করে গেলেও দেশের জনগন তাদের ওই কর্মসূচীতে সারা দিচ্ছে না।

বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ফজলুল হকের সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল-৫ আসনের সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. হারুন-অর রশীদ, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর জিয়াউল হক, জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম।

বক্তব্য রাখেন শিক্ষবিদ সিরাজ উদ্দিন আহম্মেদ, প্রফেসর মোঃ হানিফ, প্রফেসর ননী গোপাল দাস, বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু প্রমুখ।



মন্তব্য চালু নেই