খুলনায় র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সাইজ্জা বাহিনীর প্রধান নিহত
খুলনার কয়রা উপজেলার ফুলতলা এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে সুন্দরবনের বনদস্যু সাইজ্জা বাহিনীর প্রধান আবু বক্কর (৩৮) নিহত হয়েছেন।
শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত এ বন্দুকযুদ্ধ হয়। এসময় ঘটনাস্থল থেকে একটি বন্দুক ও একটি রাইফেল উদ্ধার করা হয়েছে।
র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য চালু নেই