খুলনায় কলেজ শিক্ষককে হত্যা করে বাসার মালামাল লুট

খুলনা মহানগরীতে কলেজ শিক্ষককে হত্যা করে বাসার মালামাল লুট করেছে ডাকাত দল। নিহত শিক্ষকের নাম চিত্তরঞ্জন বাইন।

রোববার দুপুর ২টার দিকে নগরীর শের-ই-বাংলা রোডের আমতলা এলাকায় ৫৯নং বাড়ির নিচতলায় ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

চিত্তরঞ্জন জেলার ডুমুরিয়ার কৈয়াবাজার সংলগ্ন শহীদ আবুল কাশেম ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ছিলেন।

পুলিশের সূত্র জানায়, চিত্তরঞ্জনকে তার আত্মীয়রা ফোন করলে ফোন রিসিভ হচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে কয়েক আত্মীয় গিয়ে দেখেন ঘরের দরজা ভেতর থেকে লাগানো, জানালার গ্রিল কাটা। আর খাটে হাত-পা বাঁধা অবস্থায় চিত্তরঞ্জন পড়ে আছেন।

শনিবার দিবাগত রাতের কোনো এক সময় ডাকাতরা চিত্তরঞ্জনকে হত্যা করে ঘরের মালামাল লুট করে নিয়ে গেছে বলে পুলিশের ধারণা।

চিত্তরঞ্জন গাইনের আত্মীয়া ঝর্না গোলদার বলেন, চিত্তরঞ্জনের স্ত্রী লাকী গোলদার তার দুই কন্যাকে নিয়ে বাপের বাড়ি বেড়াতে গিয়েছিলেন।

ঘটনাস্থল পরিদর্শনকারী খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) তাপস কুমার বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ চিত্তরঞ্জনের মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

তিনি জানান, নিহতের মাথায় ও পায়ে আঘাতের চিহ্ন বয়েছে। তার হাত-পা কাপড় দিয়ে বাঁধা ছিল।



মন্তব্য চালু নেই