খুলনায় উপজেলা জামায়াতের আমীর গ্রেফতার
খুলনার ফুলতলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবার আলী মোড়ল (৪৫) কে গ্রেফতার করা হয়েছে।
উপজেলার একটি স্কুল মাঠ থেকে রোববার রাত সাড়ে ৯টায় নাশকতার পরিকল্পনার অভিযোগে তাকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। সেখান থেকে ১০টি ককটেল উদ্ধার করা হয়েছে।
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) ত. ম. রোকনুজ্জামান জানান, ফুলতলায় নাশকতার পরিকল্পনা চলছে- এমন খবর পেয়ে জেলা গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরী ও এসআই মোল্যা লুৎফর রহমান রাত সাড়ে ৯টার দিকে উপজেলার রি-ইউনিয়ন স্কুল মাঠে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে বৈঠককারীরা পরপর দুটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশ ঘটনাস্থল থেকে উপজেলা জামায়াতের আমীর মাওলানা আকবার আলী মোড়লকে গ্রেফতার করে। এ সময় বৈঠকস্থলে তল্লাশি করে ১০টি তাজা ককটেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় এসআই মোল্যা লুৎফর রহমান বাদী হয়ে ফুলতলা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেছেন।
গ্রেফতার আকবার আলী উপজেলার যুগ্মিপাশা গ্রামের আক্কাস আলী মোড়লের ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য চালু নেই