খুন-সন্ত্রাস রাজনীতি হয় কীভাবে : ডিজি র‌্যাব

খুন, সন্ত্রাস আর ধ্বংসযজ্ঞ রাজনীতি হয় কী করে? এমন প্রশ্ন তুলেছেন র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ।
সোমবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গায় র‌্যাব সদর দফতরে এক সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন বেনজীর আহমেদ।
রংপুরের মিঠাপুকুরে র‌্যাব ও পুলিশ-প্রধানের বক্তব্য নিয়ে রাজনীতিবিদদের আলোচনা-সমালোচনা প্রসঙ্গে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ‘আমরা রাজনীতির বিরুদ্ধে কোনো কথা বলিনি। আমরা খুন, সন্ত্রাস আর ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে কথা বলেছি।’
খুন-সন্ত্রাস কখনো রাজনীতি হতে পারে না- উল্লেখ করে বেনজীর আহমেদ বলেন, ‘সন্ত্রাস আর ধ্বংসযজ্ঞ থেকে মানুষকে প্রতিরক্ষা দেওয়া এবং সাধারণ মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই দায়িত্ব পালন করব।’
সংবাদ সম্মেলনে মহাপরিচালক বেনজীর আহমেদ র‌্যাবের বিভিন্ন সময়ের সাফল্য তুলে ধরেন।
এ সময় চট্টগ্রাম র‌্যাব-৭-এর অধিনায়কসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই