খুনিরা খুন করে পার পেয়ে যায়

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট বলেছেন, বাংলাদেশের মানুষ মনে করেন, এদেশে ‍খুনিরা খুন করে পার পেয়ে যায়। তাই ভয়াবহ এসব হত্যাকাণ্ডের মোকাবেলায় বাংলাদেশকে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন তিনি।

ব্লগার-লেখক-অধিকারকর্মীসহ সম্প্রতি একাধিক খুনে উদ্বেগ জানাতে বুধবার (২৭ এপ্রিল) সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে গেলে সাংবাদিকদের এ কথা বলেন মার্কিন রাষ্ট্রদূত।

বার্নিকাট মনে করেন, এ ধরনের হত্যাকাণ্ড পুলিশ ও বাংলাদেশের সরকারের একার পক্ষে মোবাকেলা করা সম্ভব নয়। তাই সন্ত্রাসী কর্মকাণ্ড ও হত্যা রোধে তথ্য আদানপ্রদানে দুই দেশের অংশীদারিত্বের কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এসব বিষয়ে বাংলাদেশের সঙ্গে আমরা তথ্য আদানপ্রদান করব। আমরা বাংলাদেশকে সহযোগিতা করতে চাই।’ পরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে এ ব্যাপারে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত।



মন্তব্য চালু নেই