খালেদার সংবাদ সম্মেলন আজ

নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে চলমান সরকারবিরোধী আন্দোলনে জোটের অবস্থান ব্যাখ্যা করতে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন ও ২০ দলীয় জোট প্রধান খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেল ৪টায় বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে। খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাধীনতার পর দেশে আন্দোলনের ক্ষেত্রে দীর্ঘ সময়ের রেকর্ড করলেও ক্ষমতাসীনদের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পাওয়ায় নতুন বক্তব্য নিয়ে আসছেন বিএনপি প্রধান।

দশম জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূর্তির দিন ‘গণতন্ত্র হত্যা দিবসের’ কর্মসূচি পালনে নিজের রাজনৈতিক কার্যালয় থেকে বের হতে না পেরে সেখানেই অবস্থান নেন খালেদা জিয়া। সেখানে থেকেই অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন তিনি। সেই টানা অবরোধ দুই মাসেরও বেশি সময় ধরে চলছে। আর তিনিও কার্যালয়েই অবস্থান অব্যাহত রেখেছেন। অবরোধের পাশাপাশি কয়েক দফায় সপ্তাহব্যাপী হরতালও পালন করে বিএনপি নেতৃত্বাধীন জোট।



মন্তব্য চালু নেই