খালেদার মিথ্যাচারে বাংলাদেশ লজ্জা পেয়েছে: কামরুল
![](https://archive1.ournewsbd.net/wp-content/uploads/2014/11/Kamrul20141106125922.jpg)
বিজেপি সভাপতি অমিত শাহ ও আমেরিকার ছয় কংগ্রেসম্যানকে নিয়ে খালেদা জিয়া মিথ্যাচার করেছেন দাবি করে খাধ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, “খালেদা জিয়া দুইবার প্রধানমন্ত্রী ছিলেন। এই মিথ্যাচার জাতির মাথা হেট করেছে। এতে তিনি (খালেদা জিয়া) লজ্জা না পেলেও বাংলাদেশ লজ্জা পেয়েছে।”
রোববার বিকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে ঢাকা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ সব কথা বলেন।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য দেন ঢাকা মহানর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সহ-সভাপতি ময়েজ উদ্দিন মিয়া, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ প্রমুখ।
কামরুল ইসলাম বলেন, “খালেদা জিয়া অবরোধ ডেকেছেন আর রাস্তায় জ্যাম লেগে গেছে। আর এক সপ্তাহ এমন চললে, জনগণ তাদের ধাওয়া দেবে।”
কামরুল বলেন, “বিএনপির নেতাদের জনগণ এমন ধাওয়া দেবে যে তারা পালিয়ে কূল পাবে না। এখনো সময় আছে, অবরোধ প্রত্যাহার করে সঠিক রাজনীতিতে আসুন।”
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মিথ্যার ওপর দাঁড়িয়ে আছেন বলেন মন্তব্য করে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “অমিত শাহ আপনেরে কি জিগাইছে, সাজু-গুজু করছেন।”
বিএনপি নেত্রীকে উদ্দেশ করে তিনি বলেন, “দিনে-দুপুরে এত বড় মিথ্যা কথা মানুষ কেমনে বলে? আপনি মানুষ না, আপনি নিকৃষ্ট।” এই মিথ্যার জন্য খালেদার নামে মামলা হওয়া উচিত বলেও মন্তব্য করেন মায়া।
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের মহাসমাবেশ প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ করে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “এই সমাবেশ হবে ঐতিহাসিক। আপনারা সুন্দর করে সেজে আসবেন। হাতি-ঘোড়া, বাঘ, ভাল্লুক নিয়ে আসবেন। আর নেত্রীর বক্তব্য শেষ না হলে কেউ উঠবেন না। ইচ্ছা ছিল সমাবেশটা আনন্দের সঙ্গে করব। কিন্তু খালেদা জিয়া অবরোধের নামে যা শুরু করেছে, তাতে আর ভালো লাগে না।”
মন্তব্য চালু নেই