খালেদার বাসার পুলিশি নিরাপত্তা প্রত্যাহার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসার সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার অভিযোগ করেছে দলটি।

বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের সাত সদস্য ম্যাডামের বাসার সামনে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন। আজ সোমবার সকাল ৭টার দিকে তাদের সরিয়ে নেওয়া হয়।

সোমবার নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে দলটির দায়িত্বপ্রাপ্ত মুখপাত্র ড. আসদুজ্জামান রিপন বলেন, ‘নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়ার পর তিনি (খালেদা জিয়া) নিরাপত্তাহীনতায় ভুগছেন।’

এর আগে খালেদা জিয়া বাসা ছেড়ে কার্যালয়ে অবস্থান করার কারণে নিরাপত্তায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের গত ১ মার্চ সরিয়ে নেওয়া হয়। পরে বিএনপি নেত্রী কার্যালয় ছেড়ে আবার বাসায় এলে গত ৫ এপ্রিল তাদের দায়িত্ব দেওয়া হয়। সোমবার আবার পুলিশ সদস্যদের সরিয়ে নেওয়া হয়।



মন্তব্য চালু নেই