সেনাবাহিনী নামানোর সিদ্ধান্ত প্রক্রিয়াধীন

আসন্ন তিন সিটি নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি, বিষয়টি প্রক্রিয়ার মধ্যে আছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মো.সিরাজুল ইসলাম।

সোমবার নির্বাচন কমিশনের মিডিয়া সেন্টারে মাগুরা-১ আসনের তফসিল ঘোষণার সময় তিনি এ কথা জানান।

তিনি বলেন, ‘সেনা মোতায়েনের ব্যাপারে এখনো চুড়ান্ত সিন্ধান্ত হয়নি। সিইসি স্যার গণমাধ্যমকে যে সময়সীমা বেধে দিয়েছেন এর মধ্যে সেনা মোতায়ন হবে কি না এ বিষয়ে জানানো হবে।’

আচরণবিধি নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আচরণ বিধি লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য আমাদের ১২টি মোবাইল টিম কাজ করছে। এছাড়া ম্যাজিস্ট্রেট, রিটার্নিং কর্মকর্তারাও দায়িত্ব পালন করছে। প্রতিদিন আমাদের কাছে রিপোর্ট জমা হচ্ছে।’

‘খালেদা জিয়ার নির্বাচনী প্রচারণা বাধা দেয়া হচ্ছে’ এমন অভিযোগের পরিপ্রক্ষিতে ইসি কোনো পদক্ষেপ নিবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি। যদি লিখিত আকারে অভিযোগ আসে আমরা তাহলে ব্যবস্থা গ্রহণ করব।’



মন্তব্য চালু নেই