খালেদার পরোয়ানা স্থগিতের আবেদন কার্যতালিকায়
জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আদালত পরিবর্তন ও গ্রেফতারি পরোয়ানা স্থগিত চেয়ে খালেদা জিয়ার দুই আবেদন শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে।
বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আবেদন দুটি শুনানির জন্য বৃহস্পতিবারের কার্যিতালিকায় ১৯ ও ২০ নম্বরে রাখা হয়েছে।
খালেদার আবেদন দুটি কার্যতালিকায় আসার বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ব্যারিস্টার এহসানুর রহমান।
গত ৩ মার্চ খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানার ওপর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
এর আগে ২৮ জানুয়ারি বিচারিক আদালতের প্রতি অনাস্থা জানিয়ে আদালত পরিবর্তনের জন্য হাইকোর্টের একই বেঞ্চে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা।
মন্তব্য চালু নেই