খালেদার কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা মুক্তিযোদ্ধা লীগের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয় ঘেরাওয়ের চেষ্টা করে ব্যর্থ হয়েছে বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা লীগ।
বুধবার বেলা ১২টার দিকে বিএনপি-জামায়াত জোটের অবরোধ-হরতালের প্রতিবাদে ও হরতাল-অবরোধ বন্ধের দাবিতে তারা খালেদার কার্যালয় ঘেরাও করতে যান। কার্যালয়ের সামনে যেতে চাইলে ৮৬ নম্বর সড়কে তাদের পুলিশ আটকে দেয়। পরে সংগঠনটির নেতা-কর্মীরা গুলশানের ৮৬ নম্বর সড়কের মাথায় জাতীয় পতাকা হাতে অবস্থান নেন।
সংগঠনের নেতা-কর্মীরা বিএনপি ও খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন রকম স্লোগান দিতে থাকেন। এ সময় নেতা-কর্মীরা বলেন, ‘বিএনপি-জামায়াত জোট অবৈধভাবে টানা হরতাল ও অবরোধ দিচ্ছে, পেট্রোল বোমায় মানুষ হত্যা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগসহ বিভিন্ন সহিংস কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। এর প্রতিবাদে খালেদা জিয়ার কার্যালয় ঘেরাও করা হয়েছে।
ঘেরাও কর্মসূচিতে নেতৃত্ব দিচ্ছেন সংগঠনের সভাপতি মুক্তিযোদ্ধা শেখ আহামেদ হোসেন মির্জা, সহ সভাপতি মুক্তিযোদ্ধা ওসমান গনি ভূঁইয়া, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শামসুল হক ঢালি প্রমুখ।
মন্তব্য চালু নেই