খালেদার কার্যালয়ে খাবার বন্ধে জাতিসংঘের ‘উদ্বেগ’

বাংলাদেশের চলমান সঙ্কট সমাধানে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দিশাই বিসওয়াল ও জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর মধ্যে আলোচনা হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডোজাররিক।

বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় দুপুর ১২টায় জাতিসংঘের দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব পদমর্যাদার ওই মুখপাত্র লিখিত বিবৃতিতে বলেন, ‘বিভিন্ন সদস্য রাষ্ট্রের সঙ্গে যোগাযোগেরর অংশ হিসাবে সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারনকোর সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগ হয়েছে। নিশা বিসওয়ালের সঙ্গে অনুষ্ঠিত তার বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন। বাংলাদেশের চলমান সঙ্কট উত্তোরনের উপায় নিয়ে এ বৈঠকে আলোচনা হয়।’

মুখপাত্র বলেন, ‘সংঘাতময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শান্তিপূর্ণ সমাধানে পৌঁছার লক্ষ্যে করনীয় নির্ধারণে উভয়ে একমত পোষণ করেছেন।’

সেখান থেকে বাংলাদেশের সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী  এসব জানিয়ে বলেছেন, ‘তিনি বৈঠকের সুর্নিদিষ্ট ফলাফল জানতে চাইলে মুখপাত্র বলেন- এটি একটি অব্যাহত প্রক্রিয়া। মহাসচিব বানকি মুনের দেয়া দায়িত্ব অনুসারে আলোচনা চলছে।’

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে নিয়ন্ত্রণারোপ এবং খাবার প্রবেশে বাধা প্রদান প্রসঙ্গে স্টিফেন ডোজাররিক বলেন, ‘এটি অবশ্যই উদ্বেগের। এ বিষয়সহ বাংলাদেশের চলমান অস্থিতিশীল সকল পরিস্থিতিতে জাতিসংঘ মহাসচিব উদ্বিগ্ন।’ পরিস্থিতি উন্নয়নে জাতিসংঘের চেষ্টা অব্যাহত আছে বলে উল্লেখ করেন তিনি।

বিরোধী মত দমন, নির্যাতন ও মতপ্রকাশের স্বাধীনতায় সরকারের হস্তক্ষেপ বিষয়ে বিদেশি এক সাংবাদিকের প্রশ্নের জবাবে মুখপাত্র ডোজাররিক বলেন, ‘আমরা এ সকল বিষয়ের উপর নজর রাখছি। বারবার উদ্বেগের কথা জানিয়ে আসছি। মহাসচিবের দেয়া দায়িত্ব অনুসারে সাবেক রাজনৈতিক বিষয়ক সহকারী মহাসচিব পুনরায় কাজ শুরু করছেন। তিনি বিএনপি ও সরকারি দলের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন। করনীয় নির্ধারণে সার্বিকভাবে কাজ করছে জাতিসংঘ।’



মন্তব্য চালু নেই