খালেদাকে কারিগরি শিক্ষকদের স্মারকলিপি

শিক্ষা খাতকে হরতাল-অবরোধ ও রাজনৈতিক কর্মসূচি থেকে আলাদা রাখার দাবিতে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মারকলিপি দিয়েছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির পক্ষ থেকে এই স্মারকলিপি দেওয়া হয়।

বেসরকারি কারিগরি শিক্ষকদের পক্ষে সংগঠনের সভাপতি শাহজাহান আলম সাজু ও সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান স্মারকলিপিটি বিএনপি নেত্রীর কার্যালয়ে পৌঁছে দেন।

বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে চেয়ারপারসনের সিকিউরিটি ফোর্সের (সিএসএফ) সদস্য মোহাম্মদ ফারুক স্মারকলিপিটি গ্রহণ করেন।

এর আগে বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির ব্যানারে প্রায় অর্ধশতাধিক শিক্ষকের একটি দল বিএনপির চেয়ারপারসনের কার্যালয় অভিমুখে রওয়ানা হয়। পরে পুলিশ তাদের গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে আটকে দেয়। তারা সেখানে বসেই বিক্ষোভ করতে থাকেন।



মন্তব্য চালু নেই