ক্ষুব্ধ মন্ত্রী বরখাস্ত করলেন প্রকৌশলীকে

দায়িত্বে অবহেলার কারণে ঢাকা জেলা সড়ক ও জনপদ বিভাগের (সওজ) প্রকৌশলী আহসান হাবীবকে সাময়িক বরখাস্ত করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার দুপুরে আব্দুল্লাপুর-বাইপাইল সড়ক পরিদর্শনকালে সংস্কার কাজে অবহেলার দায়ে তাকে বরখাস্ত করা হয়।

তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে মানিকগঞ্জ সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সবুজকে। আহসান হাবীবকে আগামী ১৫ দিনের মধ্যে বাইপাইল-আব্দুল্লাপুর সড়ক সংস্কারের জন্য সময় বেঁধে দেন মন্ত্রী।

এসময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘সারাদেশের মধ্যে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাল মহাসড়কের অবস্থা সবচেয়ে বেহাল। আগামী তিনদিনের মধ্যে পাম্প বসিয়ে জলাবদ্ধতা দূরীকরণসহ সড়কটি চলাচলের উপযোগী করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছি। এর ব্যত্যয় ঘটলেও তাদের অবস্থাও একই কবে।’

এর আগে মন্ত্রী দুপুর ১২টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় পৌঁছান। এসময় মন্ত্রী আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কের বেহাল দশা দেখে প্রকৌশলীদের ওপর অসন্তোষ প্রকাশ করেন। ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমানসহ সড়ক ও জনপদ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা তার সঙ্গে ছিলেন।



মন্তব্য চালু নেই