ক্ষমতায় গেলে আ’লীগ নেতাদের বোরকা পড়ে চলতে হবে : কাদের সিদ্দিকী

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, ক্ষমতা গেলে আওয়ামী লীগের নেতারা রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না, হাঁটলেও তাদের বোরকা পড়ে চলতে হবে।
আজ সোমবার ময়মনসিংহের ফুলপুর ডাকবাংলো প্রাঙ্গণে শান্তির দাবীতে আয়োজিত এক মতবিনিময় সভায় বঙ্গবীর কাদের সিদ্দিকী একথা বলেন।
কাদের সিদ্দিকী আরো বলেন, ৫ জানুয়ারির ভোট চুরির নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, রাজনীতিকে মানুষের কাছে নিন্দনীয় করেছে। আইয়ুব খানের শাসনামলেও কিছু মানুষ ভোট দিতে পেরেছে, কিন্তু শেখ হাসিনা সে অধিকারও কেড়ে নিয়েছে।
সিটি কর্পোরেশন নির্বাচন সম্পর্কে কোনো আগ্রহ নেই উল্লেখ করে বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, এ দেশের মানুষ সিটি নির্বাচন নয়, জাতীয় নির্বাচন চায়। তারপরও ভোটাররা যদি সিটি নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ১০ ভাগ ভোটও পাবে না।
বঙ্গবীর বলেন, সরকার এমন জালেম ও জাহেল হয়েছেন যে তিনি অন্তর থেকে কাঁদতেও পারেন না, তাকে গ্লিসারিন দিয়ে কাঁদতে হয়।
কৃষক শ্রমিক জনতা লীগ ফুলপুর উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম-সম্পাদক ইকবাল সিদ্দিকী, ময়মনসিংহ জেলা কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান, ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির আহবায়ক রিফাতুল ইসলাম দীপ, কাশেম মেম্বার, শাহীনুর আলম প্রমুখ।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীকে আলোচনায় বসতে এবং খালেদা জিয়াকে অবরোধ প্রত্যাহার করার আহ্বান জানিয়ে গত ২৮ জানুয়ারি থেকে টানা ৬৪ দিন মতিঝিলের ফুটপাতে অবস্থান শেষে ২ এপ্রিল থেকে সারা দেশে অবস্থান কর্মসূরি পালন শুরু করেন কাদের সিদ্দিকী। এই কর্মসূচির ৯১তম দিনে তিনি আজ সোমবার ময়মনসিংহের ফুলপুরে অবস্থান করছেন।
আগামীকাল মঙ্গলবার ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলায় অবস্থান করবেন বঙ্গবীর। এদিন বিকেলে সেখানকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সাথে তিনি মতবিনিময় করবেন।



মন্তব্য চালু নেই