ক্রিকেটের ভূতুরে পাঁচ ছবি!

ক্রিকেট মানেই বিস্ময়; শত শত রেকর্ডের সাথে সাথে রোজই বিস্ময়কর ঘটনার জন্ম দেয় এই খেলা। তেমন কিছু ঘটনার ছবি নিয়ে আমাদের এই আয়োজন।

criket

– এটা সত্যি একটা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। সুনামিতে বিধ্বস্ত শ্রীলঙ্কার গল স্টেডিয়াম। ২০০৪ সালে তোলা ছবি।

cricket

– ১৯৩৮ সালে হেডিংলি টেস্টের চা-বিরতি। সত্যিকার অর্থেই চা-বিরতি!

cricket1

– জীবনের শেষ টেস্ট। আর মাত্র চার রান করলেই ব্যাটিং গড় হয়ে যায় ১০০। কিন্তু হল না। কোন রান না করেই বোল্ড হয়ে ফিরে গেলেন স্যার ডন ব্র্যাডম্যান।

cricket2

১৯৭৭ সাল। নিউজিল্যান্ডের বিপক্ষে স্লিপে দাঁড়িয়ে গেলেন নয়জন। কারণ, বল করছিলেন তখন অস্ট্রেলিয়ার ডেনিস লিলি।

cricket3

ল্যারি গোমেজ ৯৬ রানে অপরাজিত ছিলেন। অগত্যা, ভাঙা হাত নিয়েই নেমে গেলেন ম্যালকম মার্শাল। এক হাতে ব্যাট করেও মার্শাল একটা চার মেরেছিলেন, আর গোমেজের সেঞ্চুরিও হয়ে গিয়েছিল। ঘটনাটা ১৯৮৪ সালের।

তথ্যসূত্র: স্কুপহুপ.কম



মন্তব্য চালু নেই