ক্রিকেটার শাহাদাতের বিরুদ্ধে গৃহকর্মীর জবানবন্দি

বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন রাজীব ও তার স্ত্রীর হাতে নির্যাতিত শিশু গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপি আদালতে জবানবন্দি দিয়েছে।

সোমবার বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত হ্যাপির জবানবন্দি গ্রহণ করেন ঢাকা মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তী। আদালতে হ্যাপি নির্যাতনের বর্ণনা দেয়। জবানবন্দি গ্রহণের পর তাকে ভিক্টিম সাপোর্ট সেন্টারে পাঠান আদালত।

মামলা সূত্রে জানা যায়, ৬ সেপ্টেম্বর মিরপুর থানায় শাহাদাত একটি জিডি করেন। জিডিতে তিনি বলেন, তারা বাসার গৃহকর্মী মাহফুজা আক্তার হ্যাপিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। একই দিন রাত ৮টার দিকে মিরপুরের পল্লবী এলাকা থেকে হ্যাপিকে উদ্ধার করে পুলিশ। মিরপুর থানায় নিয়ে যাওয়া হলে সেখানে হ্যাপি অভিযোগ করেন, শাহাদাতের বাসায় তার ওপর নির্যাতন চালানো হতো। পুলিশ হ্যাপিকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করে।

পরে শিশু নির্যাতনের দায়ে শাহাদাতের বিরুদ্ধে খন্দকার মোজাম্মেল নামে স্থানীয় এক ব্যক্তি থানায় মামলা দায়ের করেন। এর পর থেকে স্ত্রীসহ পলাতক রয়েছেন শাহাদাত।



মন্তব্য চালু নেই