ক্যান্সার থামাবে সফেদা

এ যাবৎ গবেষণায় অনেক ফলের মধ্যেই ক্যান্সার প্রতিরোধী উপাদন পাওয়া গেছে। চিকিৎসা বিজ্ঞানীরা এখন সেসব ফল নিয়ে ক্যান্সারের ওষুধ উদ্ভাবনের চেষ্টায় দিনরাত খাটছেন।

সম্প্রতি ভারতের বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন সফেদা ফলের মধ্যে কান্সার প্রতিরোধী উপাদান আছে।

ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ও ইনস্টিটিউট অব বায়োইনফরমেটিক এবং ব্যাঙ্গালোরের অ্যাপলাইড বায়োটেকনোলজির বিজ্ঞানীরা ওই গবেষণা চালান।

তারা দেখেছেন, মিষ্টিও রসালো সফেদায় যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, তা ক্যান্সারের জীবাণুর সঙ্গে লড়াই করতে পারে।

সফেদা ফলের গাছেএ উপমহাদেশে এসেছে মধ্য আমেরিকা থেকে। বারত বাংলাদেশে ফলটি বেশ জনপ্রিয়।

বিজ্ঞানীদের ওই গবেষণার প্রতিবেদন সায়েন্টিফিক রিপোর্টস পত্রিকায় প্রকাশ করা হয়েছে।



মন্তব্য চালু নেই