ক্যাডেট কলেজে সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৪

রাজশাহী সরদ ক্যাডেট কলেজে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরিত সিলিন্ডারের আগুনে তাদের শরীরের বিভিন্ন অঙ্গ পুড়ে গেছে।

শনিবার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। অগ্নিদগ্ধরা হলেন- সরদ ক্যাডেট কলেজের হেড প্ল্যাম্বার ওয়াহেদুজ্জামান (৩০) ও সহকারী মিশন মঞ্জুর রহমান (২৮)। এছাড়াও অপর দুইজন হলেন- রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার হোসেন আলীর ছেলে রুবেল (৪৫) ও ছোটবনগ্রাম এলাকার মকবুলের ছেলে সেলিম (৪০)।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বাংলামেইলকে জানান, ২৮ ডিসেম্বর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। সে অনুযায়ী প্রস্তুতি চলছিল। সকাল ৮টার দিকে সিলিন্ডার থেকে বেলুনে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে। এতে চারজন আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।



মন্তব্য চালু নেই