কোম্পানীগঞ্জে শালার হাতে দুলাভাই খুন, গ্রেপ্তার- ১

এম. এ আয়াত উল্যা, স্টাফ রিপোর্টার, নোয়াখালী : নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ৫নং চরফকিরা ইউনিয়নের বামনী নদীর ডান তীরে জাল বসানোকে কেন্দ্র করে শালার হাতে দুলাভাই খুন হয়েছে। এই ঘটনায় কোম্পানীগঞ্জ থানা পুলিশ প্রকৃত আসামিকে গ্রেপ্তার করেছে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২১ নভেম্বর সন্ধ্যা চরফকিরা ইউনিয়নের ৮নং ওয়ার্ড চরকচ্ছপিয়া গ্রামের নারিকেল ব্যাপারির দোকানের পূর্ব দিকে হাসেমের দোকান সংলগ্ন বামনী নদীর পাশে ডোবায় জাল বসানোকে কেন্দ্র করে শালা এবং দুলাভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শালা শহীদ উল্যাহ (৪২) ক্ষিপ্ত হয়ে দুলাভাই মো. জাফর (৪৫) কে এলোপাতাড়ি একটি লাঠি দিয়ে মাথায় আঘাত করলে অতিরিক্ত রক্ত ক্ষরণের ফলে ঘটনাস্থলে জাফর মারা যায়। এ সময় জাফরের ছেলে ফয়েজ উল্যাহ (২৪) সে তার পিতাকে মারার প্রতিবাদ করলে তার মামা শহীদ উল্যাহ (৪২) ক্ষিপ্ত হয়ে তার ওপরও হামলা চালায়। এতে ফয়েজ উল্যাহসহ ২ জন গুরুতর আহত হয়। আহত অবস্থায় ফয়েজসহ ২ জনকে স্থানীয়রা উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে এলাকাবাসী কোম্পানীগঞ্জ থানাকে বিষয়টি অবহিত করলে কোম্পানীগঞ্জ থানার এসআই আবু ইউছুফ একদল পুলিশ নিয়ে শহীদকে সন্ধ্যা চরএলাহী বাজার থেকে গ্রেপ্তার করে লাশসহ আসামিকে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে আসে। ইউপি সদস্য মো. সমির মেম্বার জানান অপরাধী যে হোক তার শাস্তি কামনা করি। ওদিকে নিহতের ছোট ভাই মো. ইউছুফ বাদী হয়ে কোম্পানীগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) আবদুল মজিদ জানায় আমরা প্রকৃত অপরাধীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি।



মন্তব্য চালু নেই