কোন ক্ষমতা বলে সাংসদ পুত্রকে পিস্তলের লাইসেন্স?

সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনির পিস্তলের লাইসেন্স কোন ক্ষমতা বলে দেয়া হয়েছে এবং এই লাইসেন্স বাতিল চেয়ে একটি আইনি নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রীমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট ইউনূছ আলী আকন ডিএমপি কমিশনার বরাবর এ নোটিশটি প্রেরণ করেন।

আগামী ২৪ ঘন্টার মধ্যে এ নোটিশের জাবাব দিতে বলা হয়েছে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, গত ১৩ এপ্রিল রাজধানীর নিউ ইস্কাটন এলাকায় সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের পিনু খানের ছেলে বখতিয়ার আলম রনি এলোপাতাড়ি গুলি চালান। এতে মারা যান নিরীহ রিকশাচালক হাকিম ও দৈনিক জনকণ্ঠের সিএনজি অটোরিকশাচালক ইয়াকুব। সংসদ সদস্য পিনু খান মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।



মন্তব্য চালু নেই