কেমন পুরুষ চান সত্যিকার নারীরা, জানিয়েছেন শামা সিকান্দার

ইন্ডিয়ার টেলিভিশন তারকা শামা সিকান্দার। পুরুষদের কেমন হওয়া উচিত তাই জানিয়েছেন শামা। কিভাবে পুরুষদের ভালো শ্রোতা হয়ে ওঠা, দয়াশীলতার চর্চা এবং সহানুভূতিশীল হওয়ার বিষয়টি নারীদের কাছে দারুণ আকর্ষণীয় হয়, তাই জানিয়েছেন।

১.পুরুষের উজ্জ্বল ঢালের ঝলকে একজন নাইট হয়ে উঠতে চান নারী। যতটাই ক্ষমতাশালী হোক না নারী, তিনি পুরুষের আলোকিত অংশ হয়েই থাকতে চান। আর পুরুষদের জন্য তা বড় দায়িত্বশীলতার বিষয়।

২. কাপুরুষকে কোনো নারীই পছন্দ করেন না। সত্যিকার নারী সত্যিকার পুরুষকেই চান। কাজেই ছেলেদের উচিত পৌরষদীপ্ত হয়ে ওঠা।

৩. পুরুষদের মাঝে আত্মবিশ্বাস দেখতে ভালোবাসে নারী। পুরুষের জানা উচিত কিভাবে তার সঙ্গিনীকে মানিয়ে চলতে হয়। এমনকি সঙ্গিনীর অজান্তেই কাজটি করা উচিত।

৪. ভুল হলেও নারীরা সব সময় নিজেকে সঠিক বলে মনে করেন। এটা মেনে নেওয়া ভালো।

৫. আমরা খুবই জটিল প্রকৃতির মানুষ। ঠিক তেমনি সরল পুরুষরা। এই বৈশিষ্ট্য আসলে দুজনের জন্যেই ভালো।

৬. ভালো মানের পারফিউম ব্যবহার করা উচিত পুরুষের। চমৎকার সুগন্ধী নারীর হৃদয় কাড়তে পারে।

৭. আধুনিক নারীরা অর্থনৈতিকভাবে স্বাধীন। কাজেই তাদের কাছে ব্যাংক-ব্যালেন্স দিয়ে নিজের মূল্যমান প্রকাশ করা উচিত নয়।

৮. অর্থ পুরুষকে সংজ্ঞায়িত করে না। সঙ্গিনীর আত্মার কতটা কাছাকাছি তিনি, তাই গুরুত্বপূর্ণ।

৯. পুরুষকে সবার প্রতি দয়াশীল ও সহানুভূতিশীল দেখতে চান নারীরা। সব নারীই বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করেন।

১০. এলোমেলো করে ফেললেও তা লুকানোর চেষ্টা করতে নেই। স্বীকার করে নেওয়ার সাহস রাখতে হয়।

১১. নারীরা মিথ্যা ধরতে পারেন। কাজেই সাবাধান!

১২. যখন সঙ্গিনী আপনার সঙ্গে কথা বলছেন তখন মনোযোগের সাথে শুনুন। নারী কিছু না কিছু শেয়ার করছে আপনার সঙ্গে। অর্থাৎ, তিনি আপনাকে বিশ্বাস করেন। একে সুযোগ হিসাবে নেবেন না। এই বিশ্বাস একবার হারালে আর কখনো ফিরে আসে না।

১৩. নিপুন শ্রোতা হওয়ার চেষ্টা করুন। এটা বড় ধরনের গুণ।

১৪. নারীদের সম্পর্কে কি ভাবেন এবং কি বোঝেন তা নিয়ে দ্বিধায় থাকবেন না। নিঁখুত নারী পাওয়ার স্বপ্ন দেখবেন না। কাউকে বদলানোর চেষ্টা করবেন না।

১৫. এই যুগে যদি আপনি বিশ্বস্ত থাকতে পারেন, তো আপনিই হিরো।

১৬. সঙ্গিনীর সাথে পথ চলা উপভোগ করুন। -ম্যানস ওয়ার্ল্ড ইন্ডিয়া



মন্তব্য চালু নেই