কৃষকদের মধ্যে সার ও বীজ এবং সেচসহ আগাছা দমনের ভর্তূকির টাকা বিতরণ
বৃহস্পতিবার কলারোয়ায় কৃষকদের মধ্যে সার ও বীজ এবং সেচসহ আগাছা দমনের ভর্তূকির টাকা বিতরণ করেছে। সকাল ৯টায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন উপজেলা কৃষি অফিসের কৃষকদের মধ্যে সার ও বীজ এবং সেচসহ আগাছা দমনের ভর্তূকির টাকা বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার অনুপ কুমার তালুকদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক এমএ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিবুর রহমান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা খান মোঃ মমতাজ উদ্দিন প্রমুখ।
এসময় উপজেলার ১২টি ইউনিয়নসহ পৌরসভার ১৩শ’ ৭০জন কৃষকদের মধ্যে নেরিকা বীজ-১০কেজি, ইউরিয়া সার-২০কেজি, ডিএপি-১০কেজি, এমওপি-১০কেজি,সেচ ৪শ টাকাও আগাছা দমের ৪টাকাসহ সর্ব মোট-১৯শ’৭০টাকা এবং ব্রি-৪৮জাতের উপশি ধান ৫কেজি, ইউরিয়া ২০কেজি, ডিএপি-১০কেজি,এমওপি-১০কেজি ও সেচ বাবদ-৪শত টাকা নগদ প্রদান করেন।
মন্তব্য চালু নেই