চাষীরা বিপাকে : অবরোধে লাখ লাখ টাকার বড়ই পচে নষ্ট

অবরোধের কারনে পাবনার চাটমোহর উপজেলার কুল চাষীরা বিপাকে পড়েছে। প্রতিদিন লাখ লাখ টাকার কুল বিক্রির না হওয়াতে তা পচে নষ্ট হচ্ছে।

যেখানে এ সময় কৃষকের সাচ্ছন্দ্য থাকার কথা সেখানে করতে হচ্ছে মানবেতর জিবনযাপন।

উপজেলা কৃষি অফিস সূত্র জানান, গত ৩ বছর ধরে উপজেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন জাতের কুল চাষ জনপ্রীয় হয়ে উঠেছে। সারা বছর শেষে এ সময়টায় তারা এ কুল সংগ্রহ করে। আর তা কিনতে বিভিন্ন জেলার ব্যাপারি এখানে অসে। কিন্তু এ বছর এ সময় অবরোধের কারনে গাড়ি না চলায়, ব্যাপারি না আসায়, বিপাকে পড়েছে চাষীরা। ক্ষেতে পচে নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার কুল।



মন্তব্য চালু নেই