কিশোরগঞ্জ উপজেলা শিবির’র উদ্যোগে ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কিশোরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ৩৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শুক্রবার বিকালে স্থানীয় মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা শিবির সভাপতি মোঃ শিব্বির আহম্মেদের সভাপতিত্বে ও সেক্রেটারী সারওয়ার হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নছর মোঃ রূহুল ইসলাম,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ উপজেলা শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি,শিবিরের সাবেক ছাত্র নেতা আবু তাওয়াব,উত্তর দুরাকুটি মাহতাবিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা আব্দুল জলিল,কিশোরগঞ্জ উপজেলা শিবিরের সাবেক সভাপতি মোঃ ফেরদৌস আলম প্রমূখ।

আলোচনা সভায় উপস্থিত ছাত্রদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নছর মোঃ রূহুল ইসলাম,ও কিশোরগঞ্জ উপজেলা শিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি ।

বক্তাদ্বয় অবিলম্বে সরকারকে পদত্যাগ করে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের অধিনে অবাধ সুষ্ঠ্য নির্বাচনের জন্য সরকারের প্রতি আহবান জানান। সভা শেষে দোয়া ও মুনাজাত করে আলোচনা সভার কাজ শেষ করা হয়।



মন্তব্য চালু নেই