কিশোরগঞ্জে পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে হাস বিতরণ

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ, (নীলফামারী) প্রতিনিধি॥ কিশোরগঞ্জ উপজেলায় পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে হাস বিতরণ করা হয়। সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ২৫জন পূনর্বাসিত ভিক্ষুকদের মাঝে ৬টি করে হাস বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ শিকদার,নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান,উপজেলা প্রকৌশলী কেরামত আলী নান্নু,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন প্রমূখ। পরে প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত দেশে কোন গৃহঋণ থাকবে না। সবার জন্য বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় পূনর্বাসিত ভিক্ষুকদের ঘড় নির্মানের জন্য উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ৯টি ইউনিয়নের চেয়ারম্যান,সচিব,ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা, সাংবাদিক ও এনজিও কর্মীদের সাথে মতবিনিময় সভায় অংশ নেন প্রধান মন্ত্রীর কার্যালয়ের আশ্রায়ন-২ প্রকল্পের উপ সহকারী প্রকৌশলী আব্দুল আজিজ শিকদার,নীলফামারী জেলা প্রশাসক জাকীর হোসেন,উপজেলা নির্বাহী অফিসার এস এম মেহেদী হাসান।



মন্তব্য চালু নেই