কিশোরগঞ্জে চায়ের দোকানে আগুন ॥ ২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

খাদেমুল মোরসালিন শাকীর, কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি॥ নীলফামারীর কিশোরগঞ্জে সোমবার রাত দেড়টার সময় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
উপজেলা ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত দেড়টার সময় কিশোরগঞ্জ বাজারস্থ্য সোনালী ব্যাংকের বিপরীত পার্শ্বে ভাই ভাই হোটেলে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। পরে উপজেলার শহরের কয়েকটি মসজিদের মাইকে মমিনুরের হোটেলে আগুন লেগেছে শোনার পর বাজার এলাকার মানুষ ঘুম থেকে জেগে উঠে আগুন নেভানোর কাজে অংশ নেয়। তাৎক্ষনিক ভাবে খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের একটি দক্ষ ইউনিট ঘন্টাব্যাপি চেষ্ঠা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা রেদওয়ানুজ্জামান বলেন, আগুনে প্রায় ২ লক্ষাধিক টাকার মালামাল পূড়ে গেছে। ভাই ভাই হোটেলের মালিক মমিনুর রহমান জানান,রাত সাড়ে এগারোটার দিকে আমি দোকান বন্ধ করে বাসায় গিয়ে কিছুক্ষণ পরে মাইকে শুনি আমার চায়ের দোকানে আগুন লাগছে। সাথে সাথে বাসা থেকে দোকানের ভিতরে ঘুমিয়ে থাকা কর্মচারীদেরকে ঘুম থেকে তুলে বাহিরে বের করে দেই। তিনি বলেন আমার দোকানের,দোকানে থাকা আটা ময়দা চিনি চাল ১ ট্রাক প্রান আপ ও মাম পানি আগুনে নষ্ট হয়ে গেছে। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে খুব দ্রুত চলে আসায় বাজার এলাকায় আগুন ছড়িয়ে যেতে পারেনি। এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর খাদেমুল করিম বলেন,আগুনে বেশ কিছু মালামাল পুড়ে গেছে,ক্ষয়ক্ষতির পরিমান ২ লক্ষাধিক টাকার মত হবে।



মন্তব্য চালু নেই